

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বড় ধরনের কর্মী সংকোচনের মুখে পড়েছে। চলতি মাসেই সংস্থাটির প্রায় ২০ শতাংশ কর্মী—প্রায় ৩ হাজার ৮৭০ জন—চাকরি ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছে নাসা কর্তৃপক্ষ।
শুক্রবার এক মুখপাত্র জানিয়েছেন, কর্মী ছাঁটাই কিংবা স্বেচ্ছাবসরের এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। তবে আগামী সপ্তাহগুলোতে এ সংখ্যা আরও বাড়তে বা কমতে পারে। কর্মীবাহিনী হ্রাসের পর নাসায় অবশিষ্ট থাকবেন আনুমানিক ১৪ হাজার কর্মকর্তা-কর্মচারী।
এর আগে পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রায় ২ হাজার ১৪৫ জন উচ্চপদস্থ কর্মকর্তা (জিএস-১৩ থেকে জিএস-১৫ স্তর) ইতিমধ্যে পদত্যাগের প্রক্রিয়ায় রয়েছেন।
নাসার মুখপাত্র বেথানি স্টিভেনস জানান, “আমরা আমাদের মহাকাশ অনুসন্ধান ও গবেষণা লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাজেট সংকোচনের কারণে এ কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে প্রস্তাবিত বাজেট কাটছাঁটের ফলে অনেক বৈজ্ঞানিক গবেষণা কর্মসূচি বাতিল হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় নাসার কর্মীবাহিনী সংকুচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ, পলিটিকো