নাসা ছাড়ছেন ২০ শতাংশ কর্মী, বাজেট সংকটই মূল কারণ

print news
img

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বড় ধরনের কর্মী সংকোচনের মুখে পড়েছে। চলতি মাসেই সংস্থাটির প্রায় ২০ শতাংশ কর্মী—প্রায় ৩ হাজার ৮৭০ জন—চাকরি ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছে নাসা কর্তৃপক্ষ।

শুক্রবার এক মুখপাত্র জানিয়েছেন, কর্মী ছাঁটাই কিংবা স্বেচ্ছাবসরের এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। তবে আগামী সপ্তাহগুলোতে এ সংখ্যা আরও বাড়তে বা কমতে পারে। কর্মীবাহিনী হ্রাসের পর নাসায় অবশিষ্ট থাকবেন আনুমানিক ১৪ হাজার কর্মকর্তা-কর্মচারী

এর আগে পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রায় ২ হাজার ১৪৫ জন উচ্চপদস্থ কর্মকর্তা (জিএস-১৩ থেকে জিএস-১৫ স্তর) ইতিমধ্যে পদত্যাগের প্রক্রিয়ায় রয়েছেন।

নাসার মুখপাত্র বেথানি স্টিভেনস জানান, “আমরা আমাদের মহাকাশ অনুসন্ধান ও গবেষণা লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাজেট সংকোচনের কারণে এ কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে প্রস্তাবিত বাজেট কাটছাঁটের ফলে অনেক বৈজ্ঞানিক গবেষণা কর্মসূচি বাতিল হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় নাসার কর্মীবাহিনী সংকুচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ, পলিটিকো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *