নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত: ইসি সচিব

print news
img

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, সীমানা নির্ধারণের আওতায় থাকা ৮২টি আসনের বিষয়ে আগামী ২৪ আগস্ট থেকে চারদিন ধরে শুনানি চলবে।

ভোটকেন্দ্রের বিষয়ে তিনি জানান, নতুন কোনো কেন্দ্র বাড়ানো হচ্ছে না। তবে তিন হাজার জন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। এছাড়া একটি বুথে আগে ৫০০ জন ভোটার থাকলেও এবার থেকে ৬০০ জন ভোটার ভোট দিতে পারবেন।

ইসি সচিব আরও জানান, ২২টি রাজনৈতিক দলের তদন্তের জন্য মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বর্তমানে কোনো উদ্বেগের কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *