আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে তিনটি শর্ত পূরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘সংস্কার, ফ্যাসিস্টদের বিচার এবং সঠিক নির্বাচন পদ্ধতি’—এই তিন শর্ত পূরণ না হলে নির্বাচনের ভবিষ্যৎ অনিশ্চিত।
বৃহস্পতিবার ঢাকার গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “নির্বাচনের জন্য ২০২৬ সালের ফেব্রুয়ারি কঠিন সময়সীমা নয়। আগে বা পরে নির্বাচন হতে পারে, তবে তার জন্য শর্তগুলো পূরণ জরুরি। সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় যত দ্রুত হবে, নির্বাচন তত তাড়াতাড়ি হবে।”
তিনি সতর্ক করে বলেন, “যদি এই শর্তগুলো পূরণ না করে পুরোনো ধাঁচে নির্বাচন হয়, তবে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।”
সবার অংশগ্রহণ নিশ্চিত করে তিনি বলেন, “আমি জিতলেই নির্বাচন সুষ্ঠু, না জিতলে দুষ্ট—এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”
ইউরোপ সফরের প্রসঙ্গে জামায়াত আমির জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে দেখা হলেও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতেই তারা সেখানে গিয়েছিলেন
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron