নির্বাচনের প্রস্তুতি ভালোভাবে এগোচ্ছে: সিইসি

print news
img

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের সকল কাজ পরিকল্পনা অনুযায়ী এবং দ্রুততার সঙ্গে এগোচ্ছে। সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি জানান।

রবিবার (০৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সিইসি এ কথা বলেন।

সিইসি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় আপনারা অসাধ্য কাজ সাধন করেছেন, খুবই দ্রুত সময়ের মধ্যে।” তিনি আরো বলেন, “এনআইডি ও সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের সব কাজ খুব ভালোভাবে এগোচ্ছে।”

এ সময় নির্বাচন কমিশনের অন্য চার কমিশনার, সিনিয়র সচিবসহ ইসির সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়াও, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *