নির্বাচনের মাধ্যমেই হবে চূড়ান্ত বিজয়: খায়রুল কবির খোকন

print news
ig

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি মুক্ত পরিবেশ অর্জন করেছি, তবে এটি চূড়ান্ত বিজয় নয়। সেই চূড়ান্ত বিজয় তখনই অর্জিত হবে, যখন জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।”

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নরসিংদীর সাটিরপাড়ায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখার আয়োজনে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, “নির্বাচন ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। তাই আমাদের লক্ষ্য আগামী দিনে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার প্রতিষ্ঠা করা।”

অনুষ্ঠানের সভাপতি ছিলেন ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম.এস.এস হাসান আল জামী
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. নরুল্লাহ আল মাসুদ
সঞ্চালনায় ছিলেন ডা. নরুল্লাহ আল মাসুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

  • জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, এ.কে.এম গোলাম কবির কামাল (সাবেক জিএস)
  • ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি,
  • সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু,
  • মাজহারুল হক টিটু, দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ
  • জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ
    সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে বেশ কয়েকজন নেতাকর্মী রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *