

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে ভোটের তারিখ বা সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সিইসি জানান, “প্রধান উপদেষ্টা শুধুমাত্র নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাঁকে জানিয়েছি, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে। বর্তমানে কমিশনের প্রস্তুতি ফুল গিয়ারে রয়েছে।”
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়কালের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে নির্দিষ্ট তারিখ ও সময়সূচি যথাসময়ে ঘোষণা করবে নির্বাচন কমিশন।”
এর আগে সিইসি এ এম এম নাসির উদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সেখানে নির্বাচন-সম্পর্কিত সার্বিক অগ্রগতি এবং প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।