আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ (শনিবার) থেকে ধারাবাহিক বৈঠক শুরু করছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৩টায় ১২ দলীয় জোটের সঙ্গে প্রথম বৈঠকের মাধ্যমে এ আলোচনা শুরু হবে। সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, এই বৈঠকগুলোর মূল লক্ষ্য হলো অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ অব্যাহত রাখা। বিএনপি মনে করছে, সরকার নির্বাচন নিয়ে আন্তরিক নয় এবং এ ইস্যুকে তারা তুলনামূলকভাবে কম গুরুত্ব দিচ্ছে। তাই ঐক্যবদ্ধ কৌশলের অংশ হিসেবে দলটি সমমনাসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলটি চায়, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এই বৈঠকগুলো দুই সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে, যার পর একটি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি নিজেদের আপডেটেড অবস্থান জানাবে।
বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মতামত ও পরামর্শ নেওয়া হবে এবং সেগুলোর ভিত্তিতেই পরবর্তী করণীয় ঠিক করবে বিএনপি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron