

ঢাকা প্রতিনিধি
আগামী সেপ্টেম্বর থেকে শুরু করে টানা তিন মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেবে সরকার। পাশাপাশি নির্বাচনের সময় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হবে ৬০ হাজার সেনা সদস্য।
রবিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আইন প্রয়োগকারী সংস্থার প্রস্তুতি মূল্যায়নে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে পুলিশের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তিনি বলেন, ‘আইজিপি বৈঠকে জানিয়েছেন, আগামী মাস থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনকেন্দ্রিক বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে।’
প্রেস সচিব আরও জানান, এই প্রশিক্ষণ সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে চলবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় ৬০ হাজার সেনা সদস্য মাঠে থাকবে।
সূত্র: ইউএনবি