

ব্রাজিলিয়ান সিরি আ’ লীগের শীর্ষে থাকা ফ্লামেঙ্গোর বিপক্ষে দুর্দান্ত চমক দেখিয়েছে রেলিগেশন অঞ্চলের সান্তোস। ইনজুরি কাটিয়ে ফেরা ব্রাজিলিয়ান তারকা নেইমারের একমাত্র গোলে শক্তিশালী ফ্লামেঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে তারা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিত এই ম্যাচে ৮৪তম মিনিটে ম্যাচজয়ী গোলটি করেন নেইমার। মাঝমাঠ থেকে বল কেরে নিয়ে বাঁ প্রান্তে পাস বাড়ায় সান্তোস। সেখান থেকে গুইলের্মে বল এগিয়ে দেন নেইমারের উদ্দেশ্যে। এরপর দুর্দান্ত ড্রিবলিং ও নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।
বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে সমান লড়েছে সান্তোস। ম্যাচে ফ্লামেঙ্গো ১০টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারলেও, সান্তোস ৮টি শটের ৪টি রাখে লক্ষ্যে। গোল ছাড়াও নেইমার তৈরি করেন ৩টি গোলের সুযোগ, যার মধ্যে ২টি ছিল বড় সুযোগ। পাশাপাশি, সফলভাবে ২টি ড্রিবল সম্পন্ন করেন তিনি।
এই গোলের মাধ্যমে ক্যারিয়ারের নতুন এক মাইলফলকে পৌঁছেছেন ৩৩ বছর বয়সী নেইমার। এটি তার ক্যারিয়ারের ৭০০তম গোল অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে)। ৭৩২ ম্যাচে তার গোলসংখ্যা ৪৪৩ এবং অ্যাসিস্ট ২৫৭টি। চলতি মৌসুমে সান্তোসের হয়ে এটি তার চতুর্থ গোল হলেও লিগে এটি প্রথম।
এই জয়ে ১৩ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৩তম স্থানে উঠে এসেছে সান্তোস। অন্যদিকে, হার সত্ত্বেও ১৩ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ফ্লামেঙ্গো।