মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরান সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস রবিবার (১৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, নেতানিয়াহুর বাড়ির দিকে ইরান মোট ৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে।
একই সময় ইরানের পক্ষ থেকে আরও এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানায় আলজাজিরা ও এএফপি। এই নতুন হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী নাগরিকদের সুরক্ষিত আশ্রয়ে যেতে নির্দেশ দেয়। হাইফায় ইরানের একাধিক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, ইরান থেকে সরাসরি ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে, এবং জনগণকে নিরাপদ এলাকায় থাকতে বলা হয়েছে যতক্ষণ না নতুন নির্দেশ আসে।
এর আগের দিন, শনিবার রাতে ইরান শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও জ্বালানি স্থাপনায় আঘাত হানে। এই হামলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পাল্টাপাল্টি হামলার ফলে দুই দেশের শতাধিক নাগরিক হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সরাসরি নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে হামলা চালানো এই সংঘাতকে আরও ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে। আন্তর্জাতিক মহল এখনই উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানাতে শুরু করেছে। তবে ইসরায়েল কিংবা ইরান—কোনো পক্ষই আপাতত পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron