নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রবিবার (৩ আগস্ট) রাজধানীর নৌ-বাহিনী সদর দপ্তরে ‘নৌ-বাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
অনুষ্ঠানে নৌ-বাহিনীর ক্যাপ্টেন থেকে কমডোর, কমান্ডার থেকে ক্যাপ্টেন, লে. কমান্ডার থেকে কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন ও স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার পদে কর্মকর্তাদের পদোন্নতির কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ড. ইউনূস মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি নৌ-বাহিনী ও বিমানবাহিনীর গৌরবময় ইতিহাস এবং দুর্যোগ মোকাবিলা, আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ড ও শিক্ষা খাতে অবদানকে সাধুবাদ জানান।
তিনি বলেন, “দেশের সার্বভৌমত্ত্ব রক্ষায় এবং জনগণের আস্থা অর্জনে নৌ ও বিমানবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে সেবা ও সুরক্ষার ধারা অব্যাহত থাকবে।”
দেশের সুনীল অর্থনীতি বিকাশ, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (MIDA) কার্যক্রম এবং সমুদ্র সম্পদ আহরণে নৌ-বাহিনীর অবদান তুলে ধরে তিনি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার নির্দেশনা দেন।
প্রধান উপদেষ্টার উপস্থিতি ও দিকনির্দেশনা বাহিনীর সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধি করেছে বলে জানান নৌ-বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌ-বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং বাহিনীর সার্বিক সাফল্য কামনা করেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron