

পবিত্র ঈদুল ফিতরের রেশ কাটতে না কাটতেই মুসলিম বিশ্বে শুরু হয়েছে ঈদুল আজহার প্রতীক্ষা। কোরবানির এই বৃহৎ ধর্মীয় উৎসব সামনে রেখে সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংশ্লিষ্ট সংস্থা ‘আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটি’।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। এমনটি হলে ২৮ মে শুরু হবে হিজরি বছরের শেষ মাস জিলহজ, আর ৫ জুন হবে আরাফাতের দিন। সেই হিসেবে ৬ জুন বৃহস্পতিবার উদযাপিত হতে পারে ঈদুল আজহা।
আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৭ মে সকালে চাঁদ উদয় হবে স্থানীয় সময় সকাল ৭টা ০২ মিনিটে। চাঁদটি সেদিন সূর্যাস্তের পর আরও প্রায় ৩৮ মিনিট দৃশ্যমান থাকবে। তাই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।
তবে আবহাওয়ার কারণে যদি ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা না যায়, সেক্ষেত্রে একদিন পেছাতে পারে ঈদ। সেই হিসেবে আরাফার দিন হবে ৬ জুন এবং ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৭ জুন।
বাংলাদেশ সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করে। ফলে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে আগামী ৭ অথবা ৮ জুন।
ঈদের নির্দিষ্ট তারিখ দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী নির্ধারিত হবে।
সূত্র: গালফ নিউজ