ঢাকা-কাঠমান্ডু রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার ভুয়া তথ্য দিয়ে ফোন করায় এক মা ও তার সহযোগীদের গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, মূলত পারিবারিক বিরোধের জেরে ছেলের পরকীয়া সম্পর্ক ঠেকাতে এ ধরনের বিভ্রান্তিকর ও শাস্তিযোগ্য অপরাধ করেন মা। তিনি ছেলের এক বন্ধুর কাছ থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটের তথ্য জেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটে ফোন করে জানান, ফ্লাইটটিতে বোমা রয়েছে। এরপর তাৎক্ষণিকভাবে বিমানটিকে জরুরি অবতরণ করতে বাধ্য করা হয় এবং সম্পূর্ণ তল্লাশির পর কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।
র্যাব ডিজি জানান, “ইমন নামের এক ব্যক্তি তার পরকীয়া সঙ্গিনীকে নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন। তার স্ত্রী ও মা বিষয়টি জানতে পেরে বোমা সংক্রান্ত ভুয়া তথ্য দিয়ে ছেলের যাত্রা ঠেকানোর চেষ্টা করেন।”
ঘটনার পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ অন্যান্য সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।
র্যাব মহাপরিচালক আরও বলেন, “ভুয়া বোমা হুমকির মতো অপরাধ শুধু রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি নয়, এটি জনগণের জানমালের নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশের ওপরও সরাসরি প্রভাব ফেলে। এমন অপরাধকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।”
তিনি সকলকে সতর্ক করে বলেন, “পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণে এমন প্রতারণামূলক কার্যকলাপ যে কেউ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron