

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। অভ্যুত্থানের পর যদি কাঙ্ক্ষিত পরিবর্তন না আসে, মানুষ আবার রাজপথে নামবে। আর এবার কেউ ক্ষমা পাবে না।” বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এনসিপি দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে একাধিকবার দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “জুলাই পদযাত্রা ঘিরে পরিকল্পিতভাবে এনসিপির কার্যালয়ে হামলা চালানো হয়েছে। অনলাইনে আওয়ামী সন্ত্রাসীরা এখনো সক্রিয়। তারা ঘাপটি মেরে দেশেই রয়ে গেছে। যারা সংস্কারকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই এসব হামলার পেছনে রয়েছে।”
এ সময় তিনি অভিযোগ করেন, “নেতৃত্ব বদলালেও দেশের শাসন কাঠামো বদলায়নি। কিছু মানুষ সেই পুরনো গড়নের রাজনৈতিক ব্যবস্থাকেই টিকিয়ে রাখতে চায়, তারা নিজেদের জায়গা পাকাপোক্ত করতেই সংস্কার বাধাগ্রস্ত করছে।”
নাহিদ ইসলাম দৃঢ়ভাবে জানান, “আমরা জানি, সংস্কার বাধাগ্রস্ত হবে—এই প্রস্তুতি নিয়ে আমরা পথে নেমেছি। মানুষ আর ধোঁকায় পা দেবে না। এবার পরিবর্তন না এলে মানুষ প্রতিরোধ গড়ে তুলবেই।”
উল্লেখ্য, এনসিপি বর্তমানে অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক সংস্কারের দাবিতে একাধিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সৈয়দপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলায় এনসিপির নেতাকর্মীরা পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।