পরিবেশবান্ধব পণ্যের প্রসারে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে: সৈয়দা রিজওয়ানা হাসান

print news
img

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২১ জুন) রাজধানীর মিরপুরে বিএফআইডিসির ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রস্তাবিত শো-রুম স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, মানসম্পন্ন কাঠসামগ্রীর বিপণনে একটি আধুনিক শো-রুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে রাজস্ব আয় বাড়বে, পরিবেশসম্মত পণ্যের ব্যবহার উৎসাহিত হবে এবং সরকারি পণ্যের গ্রহণযোগ্যতাও বাড়বে।

তিনি আরও জানান, গৃহস্থালী কাঠসামগ্রীকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতে শো-রুম স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিএফআইডিসির উৎপাদিত পণ্যে রয়েছে দীর্ঘস্থায়িত্ব, কারিগরি দক্ষতা এবং দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার—যা জনআস্থার জন্য যথেষ্ট বলে তিনি মন্তব্য করেন। এসব সক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি বনশিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক করা সম্ভব বলেও তিনি মনে করেন।

এসময় বিএফআইডিসি কর্তৃপক্ষ উপদেষ্টাকে উৎপাদন প্রক্রিয়া, প্রযুক্তিগত সক্ষমতা এবং শো-রুম স্থাপনের সম্ভাব্য স্থান ঘুরিয়ে দেখান। সৈয়দা রিজওয়ানা হাসান সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত স্থান নির্ধারণ ও কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন।

পরিদর্শনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিএফআইডিসির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *