এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি সহানুভূতির আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, “পরীক্ষার সময় শিক্ষার্থীরা নানা মানসিক চাপে থাকে। এর সঙ্গে যেন বাড়তি কোনো অন্যায় চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে অনুরোধ জানাচ্ছি।”
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা জানান, সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ২৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যা ৩০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন হাজার ৮১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, “এটি একটি বিশাল কর্মযজ্ঞ এবং আমরা চাই প্রতিটি কেন্দ্রে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক।”
প্রশ্ন ফাঁসের ঝুঁকি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আবরার বলেন, “আমরা অতীতের ঘটনাগুলো বিবেচনায় রেখে সম্ভাব্য ঝুঁকির উৎসগুলো শনাক্ত করেছি এবং সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। এটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর একটি।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো নিয়েও সতর্কতা দিয়ে তিনি বলেন, “আমি অনুরোধ করব, কেউ যেন ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে পরীক্ষার পরিবেশ নষ্ট না করে। আমাদের সবার রাজনৈতিক অবস্থান থাকতে পারে, কিন্তু পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।”
ফল প্রকাশ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুই মাসের মধ্যে ফল প্রকাশের একটি রেওয়াজ আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেটি বজায় রাখতে।”
পরিদর্শনের সময় সাংবাদিকরা বাইরে অবস্থান করায় ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, “আপনারা বাইরে ছিলেন বলে ছাত্রছাত্রীদের পরীক্ষা পরিবেশ বিঘ্নিত হয়নি। এজন্য আমি সাংবাদিকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron