কারিগরি শিক্ষার ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা বৃহস্পতিবার সারাদেশে রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন।
বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী বলেন, “কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে তারা আমাদের দাবিগুলো লিখিতভাবে মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি।”
তিনি সারাদেশের পলিটেকনিক শিক্ষার্থীদের এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
এর আগে বুধবার সকাল ১০টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে করে রাজধানীর মহাখালী, বনানী, গুলশান, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সাতরাস্তার মোড়ে চারদিক থেকে ব্যারিকেড দিয়ে রাখায় বড় কোনো গাড়ি প্রবেশ করতে পারেনি। এমনকি মোটরসাইকেল, রিকশা, সিএনজিচালিত অটোরিকশার চলাচলও ব্যাহত হয়।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron