“পাঁচ বছর থাকার কথা আমি বলিনি, জনগণ বলেছে”—স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

print news
img

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তিনি কখনোই সরকারের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর কথা বলেননি—এই দাবি এসেছে সাধারণ জনগণের কাছ থেকে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। এ কথা জনগণ বলেছে।” এ মন্তব্যের মাধ্যমে তিনি সম্প্রতি সুনামগঞ্জে দেওয়া নিজের বক্তব্য নিয়ে ওঠা সমালোচনার জবাব দেন। সেখানে তিনি বলেছিলেন, “সাধারণ মানুষ বলছে, আপনারা আরও ৫ বছর থাকেন।” তার এই বক্তব্য নিয়ে দেশে গণতন্ত্র ও নির্দলীয় সরকারের নিরপেক্ষতা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “নির্বাচন কবে হতে পারে, তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর বাইরে আমার কিছু বলার নেই।”

চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের আগের দিন হামলার ঘটনাকে তিনি অনভিপ্রেত বলে উল্লেখ করেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সরকার সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “পুলিশে চাকরির ক্ষেত্রে বদলি স্বাভাবিক বিষয়। মডেল মেঘনা আলমকে আটকের ঘটনায় ডিবিপ্রধানকে সরানো হয়নি। এটি একটি নরমাল প্রসেস।”

স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে, অন্তর্বর্তী সরকারের সদস্য হয়েও তার সাম্প্রতিক কিছু মন্তব্য জনগণের প্রত্যাশা ও নিরপেক্ষ সরকারের চেহারা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে তিনি দাবি করছেন, তিনি কোনো পক্ষপাতমূলক বক্তব্য দেননি—শুধু জনগণের অভিব্যক্তি তুলে ধরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *