

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে অন্তত ১৩ জন সন্দেহভাজন ‘জঙ্গি’ নিহত হয়েছে। পাশাপাশি খাইবার পাখতুনখওয়ার আপার সাউথ ওয়াজিরিস্তান জেলায় দুই এসআইসহ সাত পুলিশ সদস্য নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
আইএসপিআর (ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস) এক বিবৃতিতে জানায়, রবিবার খাইবার পাখতুনখওয়ার মালাকান্দ জেলায় পুলিশের লেভিস, সিটিডি এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৯ জন ‘জঙ্গি’ নিহত এবং আরও ৮ জনকে আটক করা হয়েছে।
অভিযানে জঙ্গিদের দুটি গোপন আস্তানা ধ্বংস করা হয় এবং বিপুল অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। আইএসপিআর দাবি করেছে, নিহতরা “ভারতীয় প্রক্সি” হিসেবে কাজ করছিল।
অন্যদিকে বেলুচিস্তানের কালাত জেলায় ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামের একটি গোষ্ঠীর বিরুদ্ধে চালানো অভিযানে আরও ৪ জন ‘জঙ্গি’ নিহত হয়। তাদের কাছ থেকেও অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
এছাড়া মালিকশাহী এলাকায় একটি রহস্যজনক ড্রোন হামলায় ঘটনাস্থলে এক নারী নিহত এবং আরেক নারী ও এক কিশোরী আহত হন। এই ড্রোন হামলার উৎস সম্পর্কে নিশ্চিত নয় স্থানীয় প্রশাসন।
এদিকে আপার সাউথ ওয়াজিরিস্তানের দুটি পৃথক ঘটনায় নিখোঁজ হয়েছেন সাত পুলিশ সদস্য, যাদের মধ্যে দুইজন উপ-পরিদর্শক (এসআই) রয়েছেন। স্থানীয় প্রশাসনের ধারণা, তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, নিরাপত্তা পরিস্থিতির ক্রমাবনতি এবং ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এ ধরনের অভিযান ও অপহরণ পাকিস্তানের আভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি আরও প্রকট করে তুলছে।
সূত্র: কুনা