পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসাইন খান। শুক্রবার (১৫ আগস্ট) ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জনসংযোগ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে হাইকমিশনার পাকিস্তান-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন এবং ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হাইকমিশনারের সফলতা কামনা করে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন এবং দুই দেশের সম্পর্কের ইতিবাচক উন্নয়নে দৃঢ় আস্থা ব্যক্ত করেন।
এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার ‘উষ্ণ ও উৎপাদনশীল’ আলাপচারিতার কথাও স্মরণ করেন, যা গত ডিসেম্বরে কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হয়েছিল।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron