পাকিস্তানে টানা বৃষ্টিপাতে প্রাণহানি বেড়ে ১৮০, বিপদসীমা অতিক্রম নদীর পানি

print news
img

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে চলতি মৌসুমি বৃষ্টিপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮০ জনে। গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিতে মারা গেছেন অন্তত ৫৪ জন। এর মধ্যে পাঞ্জাব প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।

গত ২৬ জুন থেকে দেশটিতে বৃষ্টি শুরু হয়। এনডিএমএ জানায়, রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডির একটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে, যার ফলে আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নগর এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে।

বৃহস্পতিবার (পাকিস্তান সময়) সকাল ৮টায় এনডিএমএ’র সর্বশেষ তথ্যে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৪ জন নিহত ও ২২৭ জন আহত হয়েছেন। মোট প্রাণহানির মধ্যে প্রায় ৭০ জনই শিশু। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। রাওয়ালপিন্ডির প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের ৩ থেকে ৫ দিনের খাবার, পানি ও ওষুধ সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা পানিতে তলিয়ে গিয়েছিল এবং প্রাণ হারিয়েছিলেন অন্তত ১,৭০০ জন। এবারের পরিস্থিতি সেই ভয়াবহ স্মৃতিকে আবারও মনে করিয়ে দিচ্ছে স্থানীয়দের।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *