ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানা নিগুয়ারি ইউনিয়ন নিগুয়ারি গ্রামে ফিসারির জমির ভাড়ার টাকা না পাওয়ায় মানব বন্ধন করেন জমির মালিকরা।
(২৫ ফেব্রুয়ারী) মঙ্গলবার নিগুয়ারি বাজার ইউনিয়ন পরিষদের সামনে উক্ত মানব বন্ধনের আয়োজন করা হয়।
জানা যায়, কোরহাইন, ঘোড়ামারা, রিউলি, কুড়ি, নহেদাইর, হুজাইন ইত্যাদি বিল গুলোতে কৃষকদের আনুমানিক সাতহাজার পাঁচশত একর জমি রয়েছে। উক্ত জমি কৃষকদের কাছ থেকে আব্দুল করিম শেখ, মাহিমুল ইসলাম সোহেল, নাজমুল হুদা, মফিজুল হোসেন সহ বিএনপির ও আওয়ামী লীগের লোক যৌথ ভাবে ভাড়া নেয়। আওয়ামী লীগের ওরা ৫ই আগষ্ট পালিয়ে যাওয়ার পর এখন বিএনপি নেতারা এই বিলের দায়িত্বে রয়েছে।
তারা আশ্বাস দেয় ফিসারির মাছ বিক্রি করার পর পাওয়াকৃত ভাড়ার টাকা মালিকদের বুঝিয়ে দিবে, কিন্তু এখন পর্যন্ত টাকা বুঝিয়ে দেয় নি, যার পরিপ্রেক্ষিতে জমির মালিকগণ মানব বন্ধন করেন।
জমির বাৎসরিক ভাড়া দিত প্রায় ৩২,০০০০ টাকা।
জমির মালিকদের মধ্যে মানব বন্ধনে যারা উপস্থিত ছিলেন, সিরাজ মিয়া (৭০)। শরিফুল ইসলাম মন্ডল (রুবেল মাস্টার), আফাজউদ্দিন শেখ, সালাম উদ্দিন শেখ, মো. দেলোয়ার হোসেন শেখ, শফিকুল ইসলাম, মৃত রাশিদ মন্ডল, হুমায়ুন শেখ, মমতাজা উদ্দিন শেখ। মোফাজ্জল হোসেন শেখ, রফিক শেখ, বিল্লাল হোসেন মেম্বার, ইসলাম উদ্দিন শেখ, শ্রী মতিশ চন্দ্র। ইসমাইল শেখ, সহ মোট ৭০-৮০ জনের মতো। জমির পরিমাণ সাতহাজার পাঁচশত কাঠার অধিক জমির মালিকের দাবি।
উক্ত মানব বন্ধনে আরোও উপস্থিত ছিলেন, গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়ন বিএনপি সাবেক প্রচার সম্পাদক সাইদুর রহমান রতন (ফকির), উপজেলা সাবেক ছাত্র নেতা- আরিফুল ইসলাম রিটন, ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান মতি, ইউনিয়ন শ্রমিকদল নেতা- শ্রী বিৎদুত বর্মন, ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি মো. রাব্বি শেখ, ইউনিয়ন বিএনপি নেতা তাইজুদ্দিন বেপারী, ৪নং ওয়ার্ডের যুব দলের কোষাদক্ষ সাইফুল ইসলাম, প্রমুখ।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron