

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে কলেজ প্রাঙ্গণে শুরু হয় কর্মসূচি। কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যাতে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা পারভেজ হত্যাকাণ্ডকে “নির্মম, পরিকল্পিত ও জঘন্য” বলে আখ্যায়িত করেন। তারা বলেন, “পারভেজকে যে পদ্ধতিতে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
বক্তারা প্রশাসনের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, “একজন তরুণকে প্রকাশ্যে খুন করার পরও প্রশাসনের নীরবতা অত্যন্ত উদ্বেগজনক। ছাত্রসমাজ এই ঘটনার সুষ্ঠু বিচার আদায়ে রাজপথে থাকবে।”
মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ছাত্রদল নেতা শাওন মড়ল, মিনহাজ, আরিফুল ইসলাম আরিফ, মাহিদুল ইসলাম মাহিদ, হামিম হাসান নীরব, ফাহিম, আলিফ, সম্রাট, মাসুদ, তুষার এবং সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য নেওয়াজ শরীফ ও মারুফসহ আরও অনেকে।
বক্তারা আরও বলেন, “আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই—পারভেজ হত্যার বিচার যেন দ্রুততম সময়ে সম্পন্ন হয় এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করা হয়।”