ভারতের ‘অপারেশন সিন্দূর’-এর পাল্টা জবাবে পাকিস্তান অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি এ খবর নিশ্চিত করেছে।
প্রথমে তিনটি যুদ্ধবিমান ধ্বংসের কথা বলা হলেও পরে প্রতিরক্ষামন্ত্রী জানান, “মোট পাঁচটি যুদ্ধবিমান আমরা ভূপাতিত করেছি।” খাজা আসিফ বলেন, “যদি ভারত শত্রুতাপূর্ণ আচরণ বন্ধ করে, আমরা শান্তিপূর্ণ আলোচনায় রাজি। কিন্তু যদি উত্তেজনা বাড়াতে থাকে, আমরা জবাব দিতে বাধ্য হবো।”
পাকিস্তানি প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে পিটিভি জানায়, ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তরে সরাসরি হামলা চালানো হয়েছে এবং সেটি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি এলওসি’র দুদনিয়াল সেক্টরে মিসাইল হামলায় ভারতীয় সেনাদের একটি চৌকিও ধ্বংস করার দাবি করেছে এক্সপ্রেস ট্রিবিউন।
পাকিস্তান আরও দাবি করেছে, ভারতীয় একটি নজরদারি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। এই ঘটনার মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে।
উল্লেখ্য, ভারতের কাশ্মীর অঞ্চলে ২২ এপ্রিল এক বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দায়ী করে এবং মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে নয়টি স্থানে মিসাইল হামলা চালায়। সেই ঘটনার পরই ইসলামাবাদ এই পাল্টা হামলা চালায়।
বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে কি না—তা এখনো নিশ্চিত নয়, তবে কূটনৈতিক এবং সামরিকভাবে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron