পিঁয়াজের দাম স্থিতিশীল রাখতে শিগগিরই পিঁয়াজ আমদানি উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, “যে দেশে সস্তায় পাওয়া যাবে, সেখান থেকেই পিঁয়াজ আমদানি করা হবে।”
পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ প্রসঙ্গে তিনি বলেন, এ সিদ্ধান্ত রপ্তানি লক্ষ্যমাত্রায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি থাকলেও তা বর্তমানে বড় কোনো সমস্যা সৃষ্টি করছে না। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও এখনো কোনো সাড়া মেলেনি বলে তিনি জানান।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron