পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে স্থানীয় নেতৃত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে: রিজভী

print news
img

জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation বা পিআর) পদ্ধতি নিয়ে চলমান বিতর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না। এ পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে।”

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। আমাদের আচরণে যেন কোনো সাধারণ মানুষ কষ্ট না পায়। চাঁদাবাজি বা দখলবাজির মতো কাজের সঙ্গে যেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের কেউ যুক্ত না হয়, সেদিকে নজর দিতে হবে। জনগণ যেন আমাদের আচরণে আস্থা রাখতে পারে, সেটিই এখন মূল লড়াইয়ের অংশ।”

তিনি আরও বলেন, “বিএনপি নেতাকর্মীদের গত ১৬ বছর দুর্বিষহ কেটেছে। কোনো তরুণ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। কারো রক্তাক্ত লাশ তিস্তা, পদ্মা কিংবা বুড়িগঙ্গার পাড়ে পড়ে থাকত—তার কোনো নিশ্চয়তা ছিল না। শেখ হাসিনার করাল গ্রাস থেকে কেউ নিস্তার পায়নি। তার ভয়াবহ বিষাক্ত থাবা থেকে গণতন্ত্রমনা কেউই রেহাই পায়নি।”

শহীদ আবু সাঈদের আত্মত্যাগ স্মরণ করে রিজভী বলেন, “তিনি আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের সামনে বুক চিতিয়ে শহীদ হয়েছিলেন। তার সেই আত্মদানে সারা দেশে তীব্র গণআন্দোলনের সূচনা হয়। বহু তরুণ-ছাত্রের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, ড্যাব মহানগরের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ, রংপুর মেডিকেল কলেজের আহ্বায়ক ডা. মাহমুদুল হক সরকার, রংপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডা. খালেকুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এবিএম মারুফ হাসান, লালমনিরহাট ড্যাবের সভাপতি ডা. আব্দুর রাজ্জাক রুবেল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ডা. মো. হাসান আলীসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *