২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনা হয়। এই পরিস্থিতিতে একটি টেলিভিশন টকশোতে সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, "পুলিশ ফোর্সের ওপর যে আক্রমণ হয়েছে, ২০০ বছরের ইতিহাসেও এমন কোনো আক্রমণ হয়নি। অধিকাংশ থানা লুট করা হয়েছে, অসংখ্য থানায় আগুন দেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "তাদের প্রতি মানুষের ঘৃণা ছিল, কিন্তু যারা আগুন দিয়েছে তারা সবাই কি সাধারণ মানুষ বা আন্দোলনকারী? যাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, তারা বেশিরভাগই ক্রিমিনাল। অর্থাৎ এই আন্দোলনের বিশৃঙ্খল পরিস্থিতিতে ক্রিমিনালরা এই সুবিধাটা নিয়েছে।"
আবু আলম শহীদ খান পুলিশের চাকরিতে নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, "পুলিশের চাকরি করতে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের লোকজন আসে। কোনো জমিদার ব্যবসায়ীর ছেলেরা এখানে আসে না। চাকরির নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি সব জায়গায় দুর্নীতির একটি জাল বিছিয়ে রাখা হয়েছে। যে কারণে যখনই কোনো ইলিগ্যাল বা অবৈধ অর্ডার দেওয়া হয় তখন তারা সেটা মানতে বাধ্য হয়।"
তিনি আরও বলেন, "পুলিশ বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষার মূল নিয়ন্ত্রক হওয়ায় তাদের সঠিক কার্যক্রম ব্যাহত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য বাধার সৃষ্টি করছে। যেহেতু পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতির সবচেয়ে কাছের নিয়ন্ত্রক। তারা ঠিকভাবে কাজ করতে না পারলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন হবে।"
উল্লেখ্য, গত কয়েক মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও থানা ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হয়।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron