মোঃ মেহেদী হাসান জনি
বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা
কুমিল্লার পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৫ খ্রিস্টাব্দ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু পড়াশোনাতেই নয়, দেশপ্রেম, সততা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমেই ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব রাশেদুল হক চৌধুরী, কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীদের অভিভাবকগণ।
সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ যুগিয়েছে বলে জানান শিক্ষক ও অভিভাবকরা।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron