

রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের দেওয়া অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়ে এই আদেশ দেন। যেহেতু আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না, তাই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এই দুই মামলায় প্রথমটিতে শেখ হাসিনাসহ ১২ জন এবং দ্বিতীয়টিতে শেখ হাসিনা, জয়সহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার এবং রাজউকের সাবেক ও বর্তমান একাধিক সদস্য ও কর্মকর্তা। তাদের বিরুদ্ধে পূর্বাচলে অবৈধভাবে প্লট বরাদ্দ, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের ক্ষতির অভিযোগ আনা হয়েছে।
দুদকের আদালত প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন, মামলার পরবর্তী তারিখ ২৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। সেদিন আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে কি না—সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই মামলাগুলো বাংলাদেশের রাজনীতিতে এবং দুর্নীতি দমন প্রক্রিয়ায় একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।