খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, “পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এক মহান আত্মা—যিনি সহানুভূতি, বিনয়, শান্তি এবং আন্তঃধর্মীয় সংলাপের জন্য আজীবন কাজ করে গেছেন।”
তারেক রহমান আরও বলেন, “মানব মর্যাদা রক্ষায় তার নৈতিক স্পষ্টতা ও অটল অঙ্গীকার তাকে বিশ্বের সব ধর্ম ও জাতির মানুষের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।”
বিএনপি এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শোক জানিয়ে তিনি বলেন, “আমি ক্যাথলিক সম্প্রদায়সহ বিশ্বের সব শোকাহত মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
শোকবার্তায় তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, পোপ ফ্রান্সিসের জীবন ও কর্ম আগামী প্রজন্মকে নৈতিকতা, মানবতা ও সহাবস্থানের আদর্শে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, বহু বিষয়ে সহানুভূতিশীল ও উদার দৃষ্টিভঙ্গির জন্য বিশ্বব্যাপী সমাদৃত পোপ ফ্রান্সিস সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে পরলোকগমন করেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron