এস এম সালমান হৃদয়, বগুড়া
প্রতিভা ক্যাডেট পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মাছুম বিল্লাহ্ মামুন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নয়, এটি চরিত্র গঠন ও নেতৃত্বের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। টুর্নামেন্ট শেষে মাঠে শিক্ষার্থীদের আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron