প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আগামী ২৬ মার্চ তিন দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত। বৈঠক শেষে তিনি বলেন, "প্রধান উপদেষ্টার সফরে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, কারণ এ বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। আমরা আশা করছি, এটি একটি ফলপ্রসু ও গঠনমূলক সফর হবে।"
তিনি আরও বলেন, সফরটি সফল করতে উভয় পক্ষ এখনো প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron