ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রসুলপুর ইউনিয়ন ছয়ানি রসুলপুর গ্রামে আপন ভাতিজার জমি বেদখল করে রেখেছে আবু তাহের ( পুলিশ কর্মকর্তা )
জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের ক্ষমতার জোরে পৈতৃক সম্পত্তি ও ক্রয়কৃত ভাতিজার সম্পত্তি নিজের দখলে রাখে।
উল্লেখ্য বাড়ি ভিটার ৭.৫ শতাংশ এবং ফসলি জমির ১১ শতাংশ আবু তাহের পুলিশ এর দখলে।
জমি দখল এর পাশাপাশি তাদের কে বিভিন্ন মিথ্যা মামলা মোকাদ্দমা দায়ের পূর্বক বাদী পক্ষকে (ভাতিজা)দের পেরেশানি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন।
জানা যায়, গত ২৪/০৭/২৩ ইং তারিখে এই বিষয়ে রসুলপুর ইউঃপিঃ পরিষদের চেয়ারম্যান মঈনুল হক বিষয়টি সমাধান করে ভাতিজা আব্দুল্লাহ ও এরশাদ এর পাওনা জমি আবু তাহের (পুলিশ)কে বুঝিয়ে দিতে বলেন কিন্তু আবু তাহের (পুলিশ) ক্ষমতার জোরে জমি দখল ছাড়েনি।
৫ ই আগষ্ট আওয়ামী সরকার পরিবর্তন হওয়ার পর ভাতিজা আব্দুল্লাহ ও এরশাদ তাদের জমি তারা দখল নিতে চাইলে আবু তাহের (পুলিশ) গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে গফরগাঁও থানা অফিসার ইনচার্জ পুলিশের একটি টিম সরজমিনে তদন্তে পাঠিয়ে উভয় পক্ষকে গত ডিসেম্বর মাসে থানায় বসে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম আর খায়রুল, রসুলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুল্লাহ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য এনামুল হক ও বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে জমির কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেয় এবং আবু তাহের পুলিশ কে বলেন ভাতিজার পাওনা মোট ১৮ শতাংশ জমি চেয়ারম্যান ও এলাকায় গণ্যমাণ্য লোকদের সাথে নিয়ে জমি বুঝিয়ে দিবেন।কিন্তু আবু তাহের পুলিশ এখনো ভাতিজাদের জমি বুঝিয়ে দেয় নি।
এই ব্যাপারে ওয়ার্ড মেম্বার আব্দুল মতিন কে জিজ্ঞেস করা হলে ওনি বলেন আমিসহ চেয়ারম্যান সকলেই পুলিশ কে ভাতিজার জমি বুঝিয়ে দিতে বলি কিন্তু ওনি দেয়নি।
সাংবাদিক'রা আবু তাহের (পুলিশ) এর সাক্ষাৎকার চাইলে ওনি সাক্ষাৎকার দিতে রাজি হয়নি।জমি বুঝিয়ে না দেওয়ায় সাবেক চেয়ারম্যান এম আর খায়রুল প্রশাসনকে বিষয়টি অবগত করে রাখেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron