নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে বিমান বাহিনীর প্রশিক্ষণের এলাকা ও পদ্ধতি নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন,
“বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজ প্রশিক্ষণ কোন কোন এলাকায় হওয়া উচিত তা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে দেখা দরকার।”
সোমবার দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশেই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম নিহত হন, আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় মানুষ।
উপদেষ্টা বলেন,
“ঢাকা একটি ঘনবসতিপূর্ণ শহর। প্রশিক্ষণ এলাকায় বিমান দুর্ঘটনার ঝুঁকি থাকায়, এর মতো গুরুত্বপূর্ণ শহরে প্রশিক্ষণ পরিচালনা করা কতটা যৌক্তিক তা এখন পুনর্বিবেচনার সময় এসেছে।”
তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ পাইলটের ভুল, কারিগরি ত্রুটি বা যান্ত্রিক ক্রুটি— যাই হোক না কেন, সঠিক ব্যাখ্যা ব্ল্যাকবক্স বিশ্লেষণ না হওয়া পর্যন্ত জানা যাবে না।
তিনি বলেন,
“প্রশিক্ষণে ব্যবহৃত বিমানগুলো পুরোনো হলেও, এর যন্ত্রাংশ আধুনিকায়ন করা হয়ে থাকে।”
এ বিষয়টি জনমনে আতঙ্ক ছড়ানোর কারণ নয় বলে তিনি মনে করেন।
দুর্ঘটনায় আহতদের ব্যাপারে সাখাওয়াত হোসেন বলেন,
“অনেকের অবস্থা গুরুতর। তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে, প্রয়োজনে তাদের সেখানেও পাঠানো হবে।”
সরকারের পক্ষ থেকে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron