প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’কে অভিযুক্ত করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে ছাত্রদল—এমন অভিযোগ তুলেছে সংগঠনটি। তারা বলেছে, অপরাধ প্রমাণিত হওয়ার আগেই রাজনৈতিক উদ্দেশ্যে ‘মিডিয়া ট্রায়াল’ পরিচালিত হচ্ছে, যা নিন্দনীয় ও অনভিপ্রেত।
রবিবার রাত ১০টায় রাজধানীর রূপায়ন টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেন, “হত্যার প্রকৃত কারণ ও প্রকৃত অপরাধীদের আড়াল করে ছাত্রদল রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর প্রচারণায় লিপ্ত হয়েছে। এটি এক ধরনের ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচার।”
ঘটনার পটভূমি
গত শনিবার রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২২)। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এক সংবাদ সম্মেলন করেন।
ছাত্রদলের পাশাপাশি তাদের বিভিন্ন ইউনিট থেকেও একই ধরনের অভিযোগ ওঠে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এই ঘটনার ‘মূলহোতা’ আখ্যা দিয়ে সুষ্ঠু বিচার দাবি করে।
‘প্রকৃত জড়িতদের শনাক্তে নিরপেক্ষ তদন্তের দাবি’
সংবাদ সম্মেলনে উমামা ফাতেমা বলেন, “প্রথম সিসিটিভি ফুটেজে যাদের হামলা করতে দেখা যায়, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পরে প্রকাশিত ফুটেজে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের দুই সদস্য—ফার্মাসি বিভাগের হৃদয় মিয়াজি ও ইংরেজি বিভাগের সোবহান নিয়াজ তুষার—ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে তাদের আচরণে সহিংসতার কোনো প্রমাণ নেই।”
তিনি আরও জানান, “উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী তাওহিদ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি প্রার্থী ইমতিয়াজ জাহিদও। এসব তথ্য উপস্থাপন করে বলছি না কে দোষী, কে নির্দোষ—তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দায়ী করাকে আমরা দায়িত্বহীনতা মনে করি।”
‘সন্ত্রাস আখ্যা দিয়ে দমনচেষ্টা’
উমামা অভিযোগ করেন, “ছাত্রদল আমাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে চাইছে। যারা প্রকৃতপক্ষে সহিংসতার পৃষ্ঠপোষক, তারাই আমাদের প্ল্যাটফর্মকে কলঙ্কিত করতে চাইছে।”
তিনি বলেন, “এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি দিতে হবে। যে রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও যাঁরা ছিলেন
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেলের সম্পাদক হাসান ইনাম, নির্বাহী সদস্য মইনুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এম এইচ মঞ্জুর, বনানী থানার আহ্বায়ক মাহমুদুল হাসান জয় প্রমুখ।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron