অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, যারা ব্যবসা-বাণিজ্য করছেন এবং দেশের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছেন, তারা রিয়েল হিরো। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এনবিআর চেয়ারম্যান জানান, সরকার ইতোমধ্যে ১৫ লাখ মানুষকে চাকরি দিয়েছে এবং বাকি চাকরি বেসরকারি খাতে। তিনি বলেন, দীর্ঘদিনের অনিয়মের কারণে কর ব্যবস্থার জটিলতা বেড়ে গেছে, তবে বর্তমানে অনলাইনে আয়কর ব্যবস্থায় ব্যাপক সাড়া পাওয়া গেছে।
এছাড়াও তিনি জানান, সরকারের কর প্রদানের প্রক্রিয়া সহজ করা হচ্ছে, যাতে ব্যাংক বা সরকারি অফিসে যেতে না হয়। তিনি আরও বলেন, ভ্যাট ও আয়কর অডিট সিলেকশনে ব্যক্তি জড়িত থাকবে না, এতে কোনো ধরনের প্রতারণা সম্ভব হবে না। এনবিআর চেয়ারম্যান দেশের উন্নয়নের জন্য রাজস্ব আহরণের চাপ বাড়ানো এবং জনগণের সুবিধায় সঠিকভাবে ব্যয় করার ওপর জোর দেন।
চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, চেম্বারের সুষ্ঠু নির্বাচন এবং কর ব্যবস্থার সহজীকরণের লক্ষ্যে তারা কাজ করছেন। মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, টেক্সটাইল মিলগুলোকে সহযোগিতা করতে হবে এবং শেয়ার বাজারের উন্নয়ন করা প্রয়োজন।
বিভিন্ন ব্যবসায়ী নেতা, যেমন বিজিএমইএর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, বেলাল আহমেদ এবং অন্যান্যরা কর ব্যবস্থার সহজীকরণ এবং রপ্তানি খাতের জন্য বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানান। তারা বিশ্বাস করেন, দেশের অর্থনীতির উন্নয়নে এসব পদক্ষেপ জরুরি।
এছাড়া, রাঙামাটি চেম্বারের মামুনুর রশিদ পাহাড়ি অঞ্চলের জন্য অধিক সুবিধা প্রদান এবং কক্সবাজার চেম্বারের সভাপতি পর্যটন, মৎস্য ও ব্লু ইকোনমির ওপর বিশেষ জোর দেন। বক্তারা একত্রিত হয়ে বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরে কর ব্যবস্থার সহজীকরণ এবং শিল্পের উন্নয়নের জন্য সরকারের সহায়তা চান।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron