

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
সোমবার সকালে রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি জানান, এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষককে পিএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া একটি মামলার নিষ্পত্তি হলে আরও ৩২ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়া হবে।
তিনি বলেন, স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর জন্য বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের নম্বর নয়, বরং মাতৃভাষায় পড়া-লেখা ও সাধারণ অঙ্ক করার দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থাও করা হয়েছে।
স্কুল ফিডিং প্রসঙ্গে উপদেষ্টা জানান, সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের ১৬৫টি উপজেলায় এ কার্যক্রম চালু হবে। এর মধ্যে ১৫০টি উপজেলায় এবং কক্সবাজার ও বান্দরবনের সব উপজেলায় প্রকল্প বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, দুর্গম চরাঞ্চলে শিক্ষা উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে শিক্ষকদের শহরমুখী প্রবণতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব আবু তাহের মো. মাসুদ রানা, স্থানীয় সরকার পরিচালক আবু জাফর, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক নুর মো. শামসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।