ফরিদপুরে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

print news
img

পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ২৪টি কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

উপজেলার সকল কিন্ডার গার্টেনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রথমে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে আটোয়ারী-রুহিয়া সড়কে মানববন্ধন গড়ে তোলা হয়। কর্মসূচি পরিচালনা করেন তোড়িয়া সীমান্ত কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. তৌহিদুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন আটোয়ারী মিলেনিয়াম স্টারস স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মো. রমজান আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. এমদাদুল হক, আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রুমী আক্তার চৌধুরী এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন প্রমুখ। বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডার গার্টেন শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আটোয়ারী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. নাজিরুল ইসলাম। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *