ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ম্যাচে ফিক্সিং সন্দেহে দুই ক্রিকেটারকে মিডিয়ার সামনে আনার ঘটনাকে ‘অপমানজনক’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
শুক্রবার বিসিবির সঙ্গে এক বৈঠক শেষে তিনি বলেন, “যদি কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ থাকে, আমরা সবাই চাই সে শাস্তি পাক। কিন্তু মিডিয়ার সামনে সেই ক্রিকেটারদের দিয়ে অভিনয় করানো, এভাবে প্রকাশ করা অনুচিত এবং অসম্মানজনক।”
তামিম আরও বলেন, “বিশ্ব এন্টি করাপশন ইউনিটের কোথাও বলা নেই যে একজন খেলোয়াড়কে মিডিয়ার সামনে এনে এমনভাবে প্রকাশ করতে হবে। এতে শুধু ব্যক্তিগত অপমানই নয়, সামগ্রিকভাবে ক্রিকেটারদের মর্যাদা ক্ষুণ্ন হয়।”
শুধু ডিপিএল নয়, বিপিএল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তামিম। শেষ আসরে ১০ জন ক্রিকেটারের নাম ফিক্সিং সন্দেহে সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার ঘটনা নিয়েও হতাশা জানান তিনি।
“যদি ওই ১০ জনের মধ্যে কেউ নির্দোষ থাকে, তাহলে তার নাম কেন মিডিয়ায় দেওয়া হলো? এটা অন্যায়। আমরা চাচ্ছি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হোক, কিন্তু সেটি যেন সম্মান বজায় রেখে হয়।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ক্রিকেটারদের যদি এমনভাবে অপমান করা হয়, তাহলে সামনে ভালো কিছু আশা করা কঠিন হবে।”
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron