

নির্বাচনের দিন ঘোষণার জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, “ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে, এর সঙ্গে কোনো আপস নয়।” রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
নির্বাচন ছাড়া গণতন্ত্র নয়
শামসুজ্জামান দুদু বলেন, “যারা সকালে এক কথা, দুপুরে আরেক কথা বলেন, তাদের বলব— আসুন আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করি। ভোটের মাধ্যমে যার পক্ষে জনগণ রায় দেবে, সেই দলই সরকার গঠন করবে। নির্বাচনেই গণতন্ত্রের উত্তরণ সম্ভব। যারা নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি করেন, তারা প্রকৃতপক্ষে স্বৈরতন্ত্রকেই সাহায্য করেন।”
ফেব্রুয়ারিতে নির্বাচন, ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান
তিনি জানান, ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যায়, এপ্রিল বা জুনে বাংলাদেশে কখনো নির্বাচন হয়নি। তাই ফেব্রুয়ারির প্রস্তাবিত সময় নিয়ে সর্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে বলেই মনে করেন তিনি। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান এই প্রস্তাবনায় ভূমিকা রাখার জন্য।
বেগম জিয়া ও তারেক রহমান প্রসঙ্গে
শামসুজ্জামান দুদু বলেন, “বেগম জিয়াকে এখন শুধু বিএনপির নেত্রী বললে হবে না, তিনি এখন জাতির আশা-আস্থার প্রতীক। তিনি জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়েছেন। আর তারেক রহমান— ১/১১-তে তিনি যে নির্যাতনের শিকার হয়েছিলেন, আল্লাহ তাকে রক্ষা করেছেন। তার নেতৃত্বেই আজ বিএনপি সামনে এগোচ্ছে।”
গণতন্ত্রের জন্য ঐক্য দরকার
তিনি আরও বলেন, “ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সব গণতান্ত্রিক দলকে এক কাতারে থেকে দেশ ও গণতন্ত্র রক্ষা করতে হবে।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন:
-
- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন
-
- চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব আব্দুল হালিম
-
- জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী
-
- এম আহমেদ খান মন্টু, মজনুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা
বিএনপির স্পষ্ট ঘোষণা, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই, তা নিয়েই আন্দোলন ও কর্মসূচি চলবে। সময়ের দাবি মেনে জাতীয় ঐক্যের মাধ্যমে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় বিএনপি।