বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন। ফ্যাসিবাদের পতন হলেও এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন
নজরুল ইসলাম খান বলেন, আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদের পতন চেয়েছি। আশা করছি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বর্তমানে যারা দেশের দায়িত্বে রয়েছেন, তারা জোর করে দায়িত্ব দখল করেননি। আমরা তাদেরকে সেখানে বসিয়েছি, মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য। মানুষ যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে। মানুষ যাতে ন্যায্যমূল্যে দ্রব্যাদি কিনতে পারে। আবার কৃষক যাতে তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়। আমরা চাই বাংলাদেশে পুনরায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করুক।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় আশপাশের জেলার অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron