
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের পতনের কারণে ভারতীয় গণমাধ্যম ও রাজনৈতিক মহলে অস্থিরতা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে ভারত বাংলাদেশি কয়েকটি সংবাদমাধ্যমের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।
শনিবার যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, “আমরা অনেক দিন ধরেই লক্ষ্য করছি, ভারতীয় কিছু মিডিয়া দায়িত্বহীন ও উত্তেজনাপূর্ণ সংবাদ প্রচার করে আসছে। পক্ষান্তরে, যেসব বাংলাদেশি মিডিয়ার সম্প্রচার তারা বন্ধ করেছে, সেগুলো বরং যথেষ্ট তথ্যনির্ভর ও পেশাদার সাংবাদিকতা করত।”
তিনি বলেন, “ভারতের অনেক গণমাধ্যম এখন বিনোদন নির্ভর হয়ে পড়েছে। সেখানে জোরে কথা বলা, নাটকীয়তা তৈরি করাই যেন মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো—তাদের তথাকথিত দায়িত্বশীল চ্যানেলগুলো আদৌ কেমন সাংবাদিকতা করছে?”
ভারতের চ্যানেল নিষিদ্ধ করার বিষয়ে শফিকুল আলম বলেন, “আমরা এ ধরনের ব্যবস্থা নিতে চাই না। গণমাধ্যমের স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার দৃষ্টান্ত রেখে আমরা এগিয়ে যেতে চাই।”
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই বিষয়ে সরকার একটি বিবৃতি দিয়েছে। কে বা কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে আমার কিছু বলার নেই।”