ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে বইছে নির্বাচনী হাওয়া: আমীর খসরু

print news
img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে এখন নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর জনগণ গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছে। তবে এখনও পুরোপুরি সেই অবস্থায় পৌঁছায়নি।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের কুশল বিনিময়ের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সেখানে আয়োজিত মেজবানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

আমীর খসরু বলেন, “আজ সবার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। নির্বাচনী উৎসাহ ও আগ্রহ লক্ষ করা যাচ্ছে। মনে হচ্ছে, বাংলাদেশ বহু বছর পর সত্যিকারের নির্বাচনের আনন্দঘন পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে।”

দীর্ঘ ১৬ বছরের লড়াই-সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সংসদ ও সরকার পরিচালিত হবে—এটাই ছিল আমাদের আকাঙ্ক্ষা। জনগণের সেই প্রত্যাশা পূরণের সময় আসছে। দেশের বর্তমান পরিস্থিতি বিগত সময়ের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এই বাংলাদেশকে এভাবেই ধরে রাখতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *