বাংলাদেশে আবারও সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) তাদের বকেয়া অর্থের একটি অংশ পরিশোধ করার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিপিডিবির চেয়ারম্যান রিয়াজুল করিম।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, “আমরা নিয়মিত আদানি গ্রুপকে তাদের পাওনা পরিশোধ করছি, এবং তারা আমাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করছে।”
প্রায় সাড়ে চার মাস পর বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু হলো। বিপিডিবির চেয়ারম্যান বকেয়া অর্থের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ না করলেও, আদানি গ্রুপ সূত্রে জানা গেছে, বাংলাদেশের কাছে তাদের পাওনা দাঁড়িয়েছিল ৮৫ কোটি রুপি। এর মধ্যে ৫ কোটি রুপি পরিশোধ করা হয়েছে এবং বাকি অর্থ আগামী ছয় মাসের মধ্যে শোধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলার ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটি মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যেই নির্মিত হয়। ২০১৭ সালে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিপিডিসি)-এর সঙ্গে চুক্তির পর ২০২৩ সালের জুনে উৎপাদন শুরু করে কেন্দ্রটি।
চুক্তি অনুযায়ী, উৎপাদিত সম্পূর্ণ বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করার কথা ছিল। ২০২৩ সালের জুন থেকে এক বছরেরও বেশি সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চললেও ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে বিদ্যুৎ ক্রয় বাবদ অর্থ পরিশোধে ব্যাঘাত ঘটে। ফলে জমতে থাকে বকেয়া।
এই পরিস্থিতিতে আদানি গ্রুপ গত ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। এরপর কয়েক মাস চুক্তির তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করেছে তারা।
অবশেষে বিপিডিবির আংশিক বকেয়া পরিশোধের পর বিদ্যুৎ সরবরাহ আবারও পূর্ণ মাত্রায় চালু হয়েছে।
সূত্র: এএফপি, এনডিটিভি অনলাইন
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron