স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবি নিশানের ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঝোপগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই (ATSI) জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন জানান, সকালে বারোপুর এলাকায় সাজাপ্রাপ্ত আসামি নিশানকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ অভিযান চালায়। অভিযানে নিশানকে আটক করা হলে সে পরনের কাপড় পরিবর্তনের কথা বলে র্যাকের ভেতর থেকে গোপনে লুকানো একটি ছুরি বের করে।
পরবর্তীতে সে হঠাৎই এটিএসআই জাহাঙ্গীর আলমের পেটে এবং কনস্টেবল মানিকুজ্জামানের উরুতে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, “সাজাপ্রাপ্ত আসামি নিশানকে গ্রেপ্তার করতে গেলে দুই পুলিশ সদস্য ছুরিকাঘাতে গুরুতর আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং হামলাকারী পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যেই হামলাকারীকে আইনের আওতায় আনা হবে।
সূত্র: বগুড়া মেট্রোপলিটন পুলিশ, ১৫ জুন ২০২৫
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron