বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। বুধবার মুম্বাইয়ের রাস্তায় তার গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে একটি বাস।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন করপোরেশনের একটি বাস ঐশ্বরিয়ার টয়োটা ভেলফায়ার মডেলের গাড়িতে ধাক্কা দেয়, যার ফলে আশপাশে ভিড় জমে যায়।
ঐশ্বরিয়ার দেহরক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং গাড়িটিকে সরিয়ে নেন। তবে স্বস্তির বিষয় হলো, দুর্ঘটনার সময় ঐশ্বরিয়া গাড়িতে উপস্থিত ছিলেন না।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ ঘটনায় ঐশ্বরিয়ার কোনো ক্ষতি হয়নি, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। এই খবর শুনে ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron