নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে অতি বৃষ্টি ও বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে সার্বিক তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে একটি ‘মনিটরিং সেল’ গঠন করেছে বিএনপি।
রবিবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।
দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজ উদ্দিন নসু স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, “বন্যা পরিস্থিতির সার্বিক পর্যবেক্ষণ এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলীয়ভাবে কার্যকর তৎপরতা নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে বন্যার তথ্য সংগ্রহ, জরুরি সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানে দায়িত্ব পালন করবে।”
বিএনপি মনিটরিং সেলের নেতারা বন্যাদুর্গত এলাকায় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ে কাজ করবেন এবং দলের হাইকমান্ডকে নিয়মিত অবহিত করবেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron