বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকায় র্যাবের মাদকবিরোধী অভিযানে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত ও আরেকজন আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সিয়াম মোল্লা (২২), তিনি বরিশালের উজিরপুর উপজেলার সাহেবেরহাট এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে। আহত রাকিব মোল্লা, পিতার নাম খালেক মোল্লা, বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় র্যাব-৮ এর একটি দল আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গেলে স্থানীয় কিছু লোক র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় র্যাব আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে সিয়াম ও রাকিব গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। পরে রাকিবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
র্যাবের প্রতিক্রিয়া
ঘটনার বিষয়ে জানতে বরিশাল র্যাব-৮ এর উপ–অধিনায়ক মেজর মো. মাহমুদুল আহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে সাড়া পাওয়া যায়নি।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম বলেন,
“র্যাব সদস্যরা মাদকবিরোধী অভিযানে গেলে একদল মাদক ব্যবসায়ী তাদের ওপর হামলা চালায়। র্যাব সদস্যরা আত্মরক্ষায় গুলি ছোড়ে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron