বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে কারিগরি ও কৌশলগত সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। গতকাল এক দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠককালে এই আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (SSB) সচিব অধ্যাপক হালুক গরগুন। এই বৈঠকে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশ এবং আধুনিক যুদ্ধসরঞ্জাম তৈরি ও প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে সেনাপ্রধান তুরস্কের সহযোগিতায় দেশে প্রতিরক্ষা প্রযুক্তি এবং সরঞ্জাম উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছেন। ঢাকা-আঙ্কারা প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের অংশ হিসেবে হালুক গরগুনের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র জানায়, সফরকালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে প্রশিক্ষণ, গবেষণা, বিনিয়োগ এবং সরঞ্জাম কেনাবেচা—এই বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অধীন সরাসরি পরিচালিত ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (SSB) মূলত তুরস্কের প্রতিরক্ষা খাতে আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তিগত উন্নয়নের অন্যতম নিয়ামক।
বিশেষজ্ঞদের মতে, এই সফর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং ভবিষ্যতে যৌথ উৎপাদন ও প্রযুক্তি স্থানান্তরের দ্বার উন্মোচন করতে পারে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron