বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পৃথক বার্তায় ভারতের পক্ষ থেকে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, "বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুস্তরীয়, যা বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।" তিনি আরও উল্লেখ করেন, ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি ও ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গির অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি বলেন, "বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের ভিত্তি তৈরি করেছে, যা দুই দেশের জনগণের জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে।" তিনি আরও বলেন, "আমরা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।"
ভারতের এ শুভেচ্ছা বার্তা বাংলাদেশ-ভারত সম্পর্কের আরও দৃঢ়তার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron